No title

 



শুক্ত।


10 মিনিট
প্রস্তুতি সময়
20 মিনিট
রান্নার সময়
2 জন
পরিবেশন সংখ্যা

শুক্ত। রেসিপির সম্বন্ধে

এটা নিরামিষ পদ, সব রকম সবজি দিয়ে তৈরি হয় খেতে ভালো লাগে স্বাস্থ্যকর।

আরও রেসিপি: মাছ টিকা উইথ পারাটা

রেসিপি ট্যাগ

  • নিরামিষ
  • পশ্চিমবঙ্গ
  • সাইড ডিশ্(আনুষঙ্গিক পদ)
  • ডিম ছাড়া

উপকরণপরিবেশন সংখ্যা: 2

  1. সজনে ডাঁটা দুটো।
  2. আলু একটা।
  3. কাঁচা কলা একটা
  4. বরবটি পাঁচটা থেকে ছয়টা
  5. সিম পাঁচটা থেকে ছয়টা
  6. উচ্ছে তিনটে।
  7. কাঁচা পেঁপে চার ভাগের এক ভাগ।
  8. মুলো একটা
  9. বেগুন হাফ
  10. বরি সাত থেকে আটটা
  11. রাঁধুনি বাটা 2 টেবিল চামচ।
  12. পোস্ত বাটা 1 টেবিল চামচ
  13. কাজু বাটা 2 টেবিল চামচ
  14. গরুর দুধ ছোট কাপের এক কাপ
  15. গুঁড়ো দুধ 2 টেবিল চামচ
  16. স্বাদমতো নুন চিনি
  17. একটা তেজপাতা।
  18. প্রয়োজনমতো সাদা তেল।
  19. ঘি দুই টেবিল চামচ।
  20. শুক্ত মসলা ১ টেবিল চামচ।

  21. শীতের নতুন পিঠা: পেপে আলুর রসের পিঠা:

Post a Comment

Previous Post Next Post